টেস্ট ক্রস কাকে বলে?

টেস্ট ক্রস কাকে বলে?

কোনো জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য ঐ জীবের সাথে একই বৈশিষ্ট্যের জিন উপাদান বিশিষ্ট প্রচ্ছন্ন অ্যালীল বহনকারী আরেকটি জীবের ক্রসকে টেস্ট ক্রস বলে। 

যেমন – AABB x aabb = AaBb(F1) অথবা AaBb x aabb

টেস্ট ক্রস মাত্রেই ব্যাক ক্রস কেন?

ব্যাক ক্রসে যখন প্রচ্ছন্ন জীব ব্যবহৃত হয় কেবল তখনই সেই ক্রসকে টেস্ট ক্রস বলে। এক্ষেত্রে সংকর লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে গাছের সংকরায়ন ঘটে। তাই বলা যায় যে টেস্ট ক্রস মাত্রেই ব্যাক ক্রস।

error: Content is protected !!