জীববৈচিত্র্য কি?

জীববৈচিত্র্য কি?

পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য ও ভিন্নতাই হলো জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য (Biodiversity) বলতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবসহ সকল জীবের মধ্যে বিদ্যমান জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বিভিন্নতাকে বোঝায়। এটি প্রকৃতির একটি অপরিহার্য বৈশিষ্ট্য, যা পৃথিবীর বাস্তুসংস্থানকে স্থিতিশীল রাখতে এবং জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সহজ ভাষায়, একটি অঞ্চলে যত বেশি সংখ্যক বিভিন্ন ধরণের জীব (যেমন – গাছপালা, পশু, পাখি, পোকামাকড়, জীবাণু ইত্যাদি) বসবাস করে, সেই অঞ্চলের জীববৈচিত্র্য তত বেশি সমৃদ্ধ।

error: Content is protected !!