জীবন-সঙ্গীত জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কবি আয়ুকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : কবি আয়ুকে শৈবালের নীরের সঙ্গে তুলনা করেছেন।
২. স্বদেশপ্রেমের অনুপ্রেরণার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্য রচনা করেন?
উত্তর : স্বদেশপ্রেমের অনুপ্রেরণার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বৃত্রসংহার’ মহাকাব্য রচনা করেন।
৩. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কার কাছে ইংরেজি শিখেছিলেন?
উত্তর : কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারীর কাছে ইংরেজি শিখেছিলেন।
৪. জীবনের উদ্দেশ্য কী নয়?
উত্তর : সুখের আশায় বিপদ ডেকে আনা জীবনের উদ্দেশ্য নয়।
৫. আমাদের জীবন কীসের মতো ক্ষণস্থায়ী?
উত্তর : আমাদের জীবন শৈবালের নীরের মতো ক্ষণস্থায়ী।
৬. সংসারকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর : সংসারকে কবি সমরাঙ্গনের সাথে তুলনা করেছেন।
৭. ‘দারা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘দারা’ শব্দের অর্থ – শক্তিমান।
৮. ‘বীর্যবান’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘বীর্যবান’ শব্দের অর্থ – শক্তিমান।
৯. ‘মহিমা’ শব্দটির অর্থ কী?
উত্তর : ‘মহিমা’ শব্দটির অর্থ – গৌরব।
১০. ‘প্রাতঃস্মরণীয়’ অর্থ কী?
উত্তর : ‘প্রাতঃস্মরণীয়’ অর্থ – সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র।
১১. ‘বৃত্রসংহার’ কোন ধরনের রচনা?
উত্তর : ‘বৃত্তসংহার’ রচনাটি মহাকাব্য।
১২. ‘ধ্বজা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ধ্বজা’ শব্দের অর্থ – পতাকা।
১৩. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি কোন কবিতার বঙ্গানুবাদ?
উত্তর : ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি ‘A Psalm of Life’ কবিতাটির বঙ্গানুবাদ।
জীবন-সঙ্গীত অনুধাবনমূলক প্রশ্ন উত্তর
১. ‘সংসারে সংসারী সাজ’ – কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
২. কীভাবে ভবের উন্নতি করা যায়? বুঝিয়ে লেখো।
৩. ‘মহিমাই জগতে দুর্লভ’ কবি কেন এ কথা বলেছেন?
৪. ‘জীবন-সঙ্গীত’ কবিতায় ‘মানব-জনম সার’ বলতে কী বোঝানো হয়েছে?