- সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়?
- প্রাথমিক শিক্ষাস্তরে সামাজিক বৈশিষ্ট্যগুলি কী?
- জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
জাতীয় নারীশিক্ষা পরিষদ : কমিটির প্রস্তাব অনুযায়ী 1959 সালে নারীশিক্ষার জাতীয় পর্ষদ ( National Council for Women Education ) গঠন করা হয় । নারীশিক্ষার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক একটি বিশেষ বিভাগ তৈরি করে। নারীশিক্ষার জাতীয় পর্ষদের সভানেত্রী হন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ।