জলপ্রপাতের ক্রমশ উৎসের দিকে সরে যায় – কারণ ব্যাখ্যা কর।

অথবা, জলপ্রপাতের পশ্চাদপ্রসরণ বলতে কী বোঝো?

নদীর দৈর্ঘ্য বরাবর গতিপথের ভূমিঢাল কোনো কারণে অসম হলে নদীর জল প্রবলবেগে নীচের দিকে পড়ে। একে জলপ্রপাত বলে। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে বা পিছনের দিকে সরতে থাকে। এর কারণগুলি হলো-

ক) কঠিন শিলা ও কোমল শিলার অনুভূমিক বিন্যাসঃ নদীর প্রবাহপথে কোমল শিলার ওপর কঠিন শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা দ্রুত ক্ষয় পায়। এর ফলে ভূমিঢালের পরিবর্তন ঘটে এবং জলপ্রপাতের সৃষ্টি হয়। কিন্তু কোমল শিলার ক্ষয়কাজে ক্রমশ চলতে থাকে বলে কঠিন শিলা কোমল শিলার ক্ষয়কাজ ক্রমশ চলতে থাকে বলে কঠিন শিলা কোমল শিলার ওপর ঝুলতে থাকে এবং এক সময় কঠিন শিলাটি ভেঙে পড়ে। ফলে জলপ্রপাত পিছনের দিকে সরে যায়।

জলপ্রপাতের পশ্চাদপসরণ

খ) নদীর উৎসমুখী ক্ষয়ঃ নদী উৎসমুখী ক্ষয়ের দ্বারা তার গতিপথের ভূমিঢালকে পর্যায়িত করার চেষ্টা করে। ফলে নদী যতই উৎসের দিকে ক্ষয় করে ততই জলপ্রপাত পশ্চাদপসরণ করতে থাকে।

গ) কঠিন ও কোমল শিলার সমান্তরাল বিন্যাসঃ কঠিন শিলা কোমল শিলার ওপর সমান্তরালভাবে অবস্থান করলেও জলপ্রপাতের পশ্চাদপ্রসরণ হয়।

উদাহরণঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর গতিপথে স্থিতিশীল ডলোমাইট অপেক্ষা নীচের শেল ও বেলেপাথর দ্রুত ক্ষয় পাওয়ায় নায়াগ্রা জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এই নায়াগ্রা জলপ্রপাতে শেল ও বেলেপাথরের দ্রুত ক্ষয়ের জন্য পূর্বাপেক্ষা বর্তমানে তা 11 কি.মি পিছনে সরে গেছে।

error: Content is protected !!