চার্জের তল ঘনত্ব কি?

পরিবাহকের পৃষ্ঠের কোনো বিন্দুকে ঘিরে প্রতি একক ক্ষেত্রফলের ওপর চার্জের পরিমাণকে ঐ বিন্দুর চার্জের তল ঘনত্ব বলে।

অথবা,

কোনো চার্জিত পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে ঐ বিন্দুর চার্জের তল ঘনত্ব বলে। একে চার্জের তলমাত্রিক ঘনত্ব বা আধান ঘনত্বও বলা হয়।

error: Content is protected !!