ঘাত বল কাকে বলে? ঘাত বলের বৈশিষ্ট্য

ঘাত বল কাকে বলে?

খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে।

ঘাত বলের বৈশিষ্ট্য

১) ঘাত বলের মান খুব বড় হয়।

২) এই বলের ক্রিয়াকাল খুব ছোট হয়। অর্থাৎ ঘাত বল কম সময়ের জন্য ক্রিয়াশীল হয়।

৩) বস্তুর বেগ ও ভরবেগের আকস্মিক পরিবর্তন ঘটে।

৪) ঘাত বলের ক্রিয়ায় বস্তুর সরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ নয়।

error: Content is protected !!