ঘর্ষণ না থাকলে বেগের কি কোনো পরিবর্তন হতো?

ঘর্ষণকে কাজে লাগিয়ে বেগের কাঙ্খিত মান অর্জন করা সম্ভব হয়। ঘর্ষণ না থাকলে রাস্তা দিয়ে গাড়ি চলতে পারতো না। আবার চলন্ত গাড়ি অনন্তকাল রাস্তা ধরে চলতে থাকতো; ব্রেক প্রয়োগ করে থামানো সম্ভব হতো না। 

সুতরাং ঘর্ষণ না থাকলে প্রাণী, যানবাহন, নৌযান সবকিছুর বেগই আমাদের দেখা বেগের চেয়ে ভিন্ন হতো।

error: Content is protected !!