গর্ভকেশর কাকে বলে?

ফুলের সবচেয়ে ভেতরের স্তবকটিকে স্ত্রীস্তবক(Gynoecium) বলে। স্ত্রীস্তবকের এক একটি অংশকে গর্ভকেশর বলে। একটি স্ত্রীস্তবকে এক বা একাধিক গর্ভকেশর থাকে। একটি গর্ভকেশরের তিনটি অংশ যথা নীচের ফোলা অংশটি ডিম্বাশয়, তার উপরের সরু অংশটি গর্ভদণ্ড ও সবার উপরের অংশটি হল গর্ভমুণ্ড। ডিম্বাশয়ের বা গর্ভাশয়ের ভেতরের ডিম্বক এবং ডিম্বকের ভেতরে স্ত্রীজনন কোষ থাকে।

error: Content is protected !!