খাদি কাপড়ের বিশেষত্ব হলো এর সবটাই হাতে প্রস্তুত। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামেই মূলত খাদি কাপড় তৈরি হতো। তুলা থেকে হাতে সুতা কাটা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে সুতা কাটে। এদের বলা হয় কাটুনি। গ্রামে বাড়ির আশপাশে তুলার গাছ লাগানোর রীতি আছে। সেই গাছের তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাঁতে এসব সুতায় যে কাপড় প্রস্তুত করা হয় তা খাদি বা খদ্দর।
আরো পড়ুনঃ