খরস্রোত কী?

পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহমপথে অবস্থিত নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে ধাপযুক্ত প্রবল গতিবেগ সম্পন্ন জলস্রোতের সৃষ্টি করে। একে খরস্রোত বলে।

বৈশিষ্ট্যঃ
১) নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়ের ফলে এটি গঠিত হয়।
২) খরোস্রোতে নদীর স্রোত স্বাভাবিক অপেক্ষা খর বা তীব্র হয়।

উদাহরণঃ আফ্রিকার জাইরে নদীতে এরূপ 32টি খরস্রোত দেখা যায় যা একত্রে লিভিংস্টোন জলপ্রপাত নামে পরিচিত।

খরস্রোত
error: Content is protected !!