ক্রোমাটিন তন্তু কাকে বলে?

নিউক্লিওপ্লাজমে অবস্থিত প্যাঁচানো সুতার মতো গঠনটি ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম নামে পরিচিত।
কোষ রঞ্জিত করণের সময় এগুলো কিছু মৌলিক বর্ণে রঞ্জিত হয় বলে এদের ক্রোমাটিন নামকরণ করা হয়েছে।
ক্রোমাটিন বস্তু DNA ও হিস্টোন ধরনের প্রোটিন নিয়ে গঠিত।

error: Content is protected !!