ক্রিস্টি বলতে কি বোঝায়?

মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরের স্তরটি ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো যে গঠন সৃষ্টি করে তাকে ক্রিষ্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজোম বলে। অক্সিজোমে বিভিন্ন ধরনের উৎসেচক সাজানো থাকে।

error: Content is protected !!