গড় বেগের ক্ষেত্রে সরণকে সময় দ্বারা ভাগ করে বের করা হয়। এখন যদি কোন বস্তু বিভিন্ন পথ ঘুরে ঠিক তার আদি অবস্থানে ফিরে আসে তখন সরণ শূন্য হয় এবং ফলে গড় বেগ শূন্য হয়ে যায়। কিন্তু বস্তুটি আঁকাবাঁকা বা সরলপথে মোট যতটুকু পথ অতিক্রম করে অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে গড় দ্রুতি পাওয়া যায়, যা অশূন্য।
- সুষম দ্রুতিতে সরল পথে চলমান বস্তুর ত্বরণ থাকে না অথচ বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে
- বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকবে
- দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য
- গড় দ্রুতি কাকে বলে?
- বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য হয় না কেন?
- কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে কেন?
- তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?