কেলাসিত বুদ্ধি কাকে বলে?

ক্যাটেলের কেলাসিত বুদ্ধি জন্মগতও নয়, আবার অর্জিতও নয়। জন্মগত ক্ষমতা ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল ব্যক্তির আচরণের মধ্যে যেভাবে প্রতিফলিত হয়, তাই হলো কেলাসিত বুদ্ধি। এই বুদ্ধিকে বিভিন্ন মানসিক কাজের মধ্যে পর্যবেক্ষণ করা যায়। এই বুদ্ধি কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় স্থির থাকে না। পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন হয়।

error: Content is protected !!