কুয়াশা ও কুজঝটিকা কাকে বলে?

কোন কোন অঞ্চলে কখনও কোন বায়ু প্রবাহহীন রাতে বিস্তীর্ণ স্থান জুড়ে তাপমাত্রা আরও কমে গেলে জলীয় বাষ্প ঘণীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণায় পরিণত হয়। এই পানির কণা বায়ুতে অবস্থিত ধূলিকণার উপর জমে ভাসতে থাকে। এভাবে একত্রে অনেকগুলি ভাসমান পানির কণার সমাবেশকে কুয়াশা বলে। এই পানির কণা খুব ঘন সন্নিবিষ্ট হয়ে থাকলে তাকে কুজঝটিকা বলে।

error: Content is protected !!