কিশোরগঞ্জ জেলা হাওর অঞ্চলের জন্য বিখ্যাত। এই জেলাকে হাওরের রাজধানীও বলা হয়। এই জেলায় মোট ছোট-বড় মিলিয়ে প্রায় ১২২টি হাওর রয়েছে।
কিশোরগঞ্জ জেলার প্রধান শিল্পগুলো হলো খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়াজাত পণ্য, কৃষি যন্ত্রপাতি, পোশাক শিল্প, সিমেন্ট, ওষুধ ও রাসায়নিক শিল্প ইত্যাদি। এ ছাড়া কিশোরগঞ্জ জেলা তার দর্শনীয় স্থানের জন্যও বিখ্যাত। নিচে কিশোরগঞ্জ জেলার জনপ্রিয় কিছু দর্শনীয় স্থান উল্লেখ করা হলো:
- নিকলী হাওর
- জঙ্গলবাড়ি দুর্গ
- পাগলা মসজিদ
- তালজাঙ্গা জমিদার বাড়ি
- শাহ মোহাম্মদ মসজিদ
- দিল্লীর আখড়া
- সৈয়দ নজরুল ইসলাম সেতু