কাকতাড়ুয়া জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. শান্তিকমিটির চেয়ারম্যান কে?
উত্তর : শান্তিকমিটির চেয়ারম্যান আহাদ মুন্সি।
২. বুধার সাথে ফুলকলির কোথায় দেখা হয়?
উত্তর : বুধার সাথে ফুলকলির বাইরের জামগাছের নিচে দেখা হয়।
৩. ‘আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব।’-উক্তিটি কার?
উত্তর : ‘আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব।’-উক্তিটি কুন্তির।
৪. স্বপ্নে ফুলকলি বুধাকে কী উপহার দেয়?
উত্তর : স্বপ্নে ফুলকলি বুধাকে শত শত উপহার দেয়।
৫. হাশেম মিয়া বুধাকে কী নামে ডাকত?
উত্তর : হাশেম মিয়া বুধাকে ‘খোকন’ নামে ডাকত।
৬. মুক্তিবাহিনীর কমান্ডার কে?
উত্তর : মুক্তিবাহিনীর কমান্ডার শাহাবুদ্দিন।
৭. বুধার ছেটো বোনের বয়স কত ছিল?
উত্তর : বুধার ছেটো বোনের বয়স ছিল দেড় বছর।
৮. অপূর্ব চোখ ছিল কার?
উত্তর : অপূর্ব চোখ ছিল বিনুর।
৯. বাঙ্কার কাটার কাজ কে তদারকি করে?
উত্তর : বাঙ্কার কাটার কাজ আহাদ মুন্সির ছেলে মতিউর তদারকি করে।
১০. আলির মতে, কী খেলে বুধার মগজ ভরে?
উত্তর : আলির মতে, বাতাস খেলে বুধার মগজ ভরে।
১১. বুধাকে ‘কাকতাড়ুয়া’ নাম দিয়েছে কারা?
উত্তর : গাঁয়ের লোক বুধার নাম রেখেছে ‘কাকতাড়ুয়া’।
১২. বুধা কয়টি মশাল বানিয়েছিল?
উত্তর : বুধা চারটি মশাল বানিয়েছিল।
১৩. আহাদ মুন্সির সঙ্গে কয়জন রাজাকার ছিল?
উত্তর : আহাদ মুন্সির সঙ্গে তিনজন রাজাকার ছিল।
১৪. কার নির্দেশনায় বুধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল?
উত্তর : মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনেরর নির্দেশনায় বুধা মলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল।
১৫. হরিকাকুর সঙ্গে বুধার কোথায় দেখা হয়?
উত্তর : হরিকাকুর সঙ্গে বুধার দেখা হয় বড়ো জামগাছটির নিচে।
১৬. হরিকাকু বুধাকে কী নামে ডাকত?
উত্তর : হরিকাকু বুধাকে ‘মানিকরতন’ বলে ডাকত।
১৭. বাঙ্কারের তদারকি করছিল কে?
উত্তর : আহাদ মুন্সির ছেলে মতিউর বাঙ্কারের কাজের তদারকি করছিল।
১৮. মতিউর ফজু মিয়াকে বকা দিয়েছিল কেন?
উত্তর : বুধাকে মাটি কাটার কাজে নেওয়ায় মতিউর ফজু মিয়াকে বকা দিয়েছিল।
১৯. শাহাবুদ্দিনের দৃষ্টিতে বুধা বুকের ভেতর কী ধরে রেখেছে?
উত্তর : শাহাবুদ্দিনের দৃষ্টিতে বুধা বুকের ভেতর মুক্তিযুদ্ধকে ধরে রেখেছে।