কর কাকে বলে?

কর বা ট্যাক্স হলো এক ধরনের বাধ্যতামূলক অর্থপ্রদান যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রাষ্ট্রকে দিতে হয়। এই অর্থ সরকারের আয়ের প্রধান উৎস। সরকার এই করের টাকা বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে, যেমন – রাস্তাঘাট তৈরি, স্কুল-কলেজ ও হাসপাতাল নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, প্রতিরক্ষা ব্যবস্থা, এবং অন্যান্য সরকারি পরিষেবা প্রদান।

কর বিভিন্ন ধরনের হতে পারে। যেমন:

  • আয়কর (Income Tax): ব্যক্তির আয়ের উপর যে কর ধার্য করা হয়।
  • বিক্রয় কর (Sales Tax): কোনো পণ্য বা সেবা বিক্রির উপর যে কর আরোপ করা হয়।
  • আমদানি শুল্ক (Customs Duty): বিদেশ থেকে পণ্য আমদানির উপর যে কর নেওয়া হয়।
  • মূল্য সংযোজন কর বা ভ্যাট (VAT): কোনো পণ্যের উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে যে মূল্য বৃদ্ধি হয়, তার ওপর যে কর আরোপ করা হয়।

সহজ কথায়, কর হলো নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আপনার একটি আর্থিক দায়িত্ব, যা দেশ পরিচালনায় সহায়তা করে।

error: Content is protected !!