কবি সোনালি চিলকে নীল আকাশে পাখা মেলতে দিতে বলেছেন কেন?

নীল আকাশে সোনালি চিলকে পাখা মেলতে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে কবি মূলত চিলের মুক্ত ও স্বাধীন বিচরণের কথা বলেছেন। সব পাখির বিচরণক্ষেত্র মূলত আকাশ।
অর্থাৎ পাখির স্বাধীনভাবে উড়ার জন্য প্রয়োজন একটি সুস্থ ও স্বাভাবিক নীল আকাশ। কিন্তু পাখির নিকট থেকে তার এই স্বাভাবিক পরিবেশ কেড়ে নিলে এবং তার উড়াতে বাধা প্রদান করা হলে পাখির স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে। এজন্যই কবি নীল আকাশে পাখিকে পাখা মেলতে দিতে আহ্বান জানিয়েছেন।

error: Content is protected !!