কপোতাক্ষ নদ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. সনেটের অষ্টকে কী রয়েছে?
উত্তর : সনেটের অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা।
২. মাইকেল মধুসূদন দত্ত খ্রিষ্টধর্মে দীক্ষিত হন কত সালে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত খ্রিষ্টধর্মে দীক্ষিত হন ১৮৪৩ সালে।
৩. সনেটের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : সনেটের বাংলা প্রতিশব্দ হলো চতুর্দশপদী কবিতা।
৪. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
উত্তর : মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদ-বধ কাব্য।
৫. বহু দেশে কবি কী দেখেছেন?
উত্তর : বহু দেশে কবি বহু নদ দেখেছেন।
৬. মাইকেল মধুসূদন দত্ত কয়টি প্রহসন রচনা করেছেন?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত দু্ইটি প্রহসন রচনা করেছেন।
৭. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে?
উত্তর : বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত।
৮. মাইকেল মধুসূদন দত্ত কত সালে পরলোকগমন করেন?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালে পরলোকগমন করেন।
৯. ‘বিরলে’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘বিরলে’ শব্দের অর্থ – একান্ত নিরিবিলিতে।
১০. ‘কপোতাক্ষ নদ, কবিতার ষষ্টক এর মিলবিন্যাস লেখ।
উত্তর : ‘কপোতাক্ষ নদ, কবিতার ষষ্টক এর মিলবিন্যাস – গঘগ ঘগঘ।
১১. সনেটের ষষ্টকে কী থাকে?
উত্তর : সনেটের ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
কপোতাক্ষ নদ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘আর কি হে হবে দেখা?’ – কবি এরূপ সংশয় প্রকাশ করেছেন কেন?
২. ‘জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।’ বলতে কবি কী বুঝিয়েছেন?
৩. ‘ভ্রান্তির ছলনে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
৪. ‘কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?’ – চরণে কবি কী বোঝাতে চেয়েছেন?