কদরের রাতের ইবাদত উত্তম কেন?

কদরের রাত রমজান মাসের ২০ তারিখের পর যেকোনো বেজোড় রাত। এই রাত সম্পর্কে কুরআনে বলা হয়েছে ‘কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম’। এই রাতে ইবাদত করলে হাজার রাতের ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব পাওয়া যাবে। তাই কদরের রাতের ইবাদত উত্তম।

error: Content is protected !!