কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাসু হচ্ছে তা বলা কঠিন – ব্যাখ্যা করো

কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাসু হচ্ছে তা বলা কঠিন – ব্যাখ্যা করো
প্রশ্নোক্ত উক্তিটি সমাজের শিক্ষাব্যবস্থা ও জোরপূর্বক গলাধঃকরণ প্রথায় শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ-শীর্ণ আত্মার মৃত্যুকেই ইঙ্গিত করে।
শিশু সন্তানের স্বাস্থ্যরক্ষায় জোর করে গোরুর দুধ গেলানো মায়ের মতো জোর করে বিদ্যা গেলানোর পদ্ধতিতে সুস্থ-সবল ছেলের মনের মৃত্যু ঘটে। এর ফলে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ না করেই শিক্ষার্থীরা স্কুল-কলেজ হতে বেরিয়ে আসে। এই বিদ্যা তখন বদহজমের মতো ইনফ্যান্টাইল লিভারের মৃত্যু ঘটায়। লেখক আলোচ্য উক্তির মাধ্যমে সেই বিষয়টিকে ইঙ্গিত করেছেন।

error: Content is protected !!