এন্টামিবা সিস্ট গঠন করে কেন?

প্রতিকূল পরিবেশে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এন্টামিবা সিস্ট গঠন করে। এটি গঠনের শুরুতে এরা গোলাকার শক্ত আবরণ তৈরি করে নিজেদের দেহ ঢেকে ফেলে। সিস্ট গঠন অবস্থায় এন্টামিবা স্পোরুলেশন পদ্ধতিতে বংশ বিস্তার করে নিজেদের অস্তিত্ব বজায় রাখে।

error: Content is protected !!