একই আয়তনের দুটি বায়ুপূর্ণ বেলুনকে ভিন্ন তাপমাত্রায় রাখলে কী ঘটবে?

এখানে, একই আয়তনের দুটি বায়ুপূর্ণ বেলুনকে ভিন্ন তাপমাত্রায় রাখলে বেশি তাপমাত্রায় রাখা বেলুনটি কম তাপমাত্রায় রাখা বেলুন অপেক্ষা বেশি চাপ অনুভব করবে। কারণ, আমরা জানি, নির্দিষ্ট আয়তনে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক।

error: Content is protected !!