ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় হতে বা প্যানক্রিয়াস হতে। প্যানক্রিয়াস (Pancreas)-এর বাংলা প্রতিশব্দ অগ্ন্যাশয়। মানবদেহের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামক গ্রন্থির ‘আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যান্স’ নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন ‘ইনসুলিন’ নিঃসৃত হয়।
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
ক) অগ্ন্যাশয় হতে
খ) প্যানক্রিয়াস হতে
গ) লিভার হতে
ঘ) পিটুইটারী গ্লান্ড হতে
সঠিক উত্তর : ক) অগ্ন্যাশয় হতে এবং খ) প্যানক্রিয়াস হতে