- যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ, ভাবসম্প্রসারণ
- নানান দেশের নানান ভাস বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা? ভাবসম্প্রসারণ
- আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে, ভাবসম্প্রসারণ
মূলভাব: কোনো কিছু পাওয়া বা অর্জন করার তীব্র আকাঙ্ক্ষাই হলো সেটিকে জয় করার হাতিয়ার। প্রবল আগ্রহ ও চেষ্টা থাকলে কোনো কিছুই অর্জন করা অসম্ভব নয়।
সম্প্রসারিত ভাব: মানুষের ইচ্ছা যখন তীব্র হয়ে ওঠে তখন তা শক্তিতে পরিণত হয়। এই ইচ্ছাশক্তিই তাকে সাহায্য করে অসাধ্য সাধন করতে। ইচ্ছাশক্তির কারণেই গুহাবাসী মানুষ আজ সভ্য সমাজে বাস করছে। গুহা ছেড়ে এসে তারা নির্মাণ করেছে নগর, বন্দর, রাস্তা ইত্যাদি। ইচ্ছাশক্তির জোরেই মানুষ পা রেখেছে চাঁদে, জয় করেছে এভারেস্ট। আজকের সভ্যতার যা কিছু অর্জন সবকিছুই মানুষের ইচ্ছার ফসল। মানুষের মনে এই ইচ্ছা-আকাঙ্ক্ষা না থাকলে সভ্যতার অগ্রগতি কোনোভাবেই সম্ভব হতো না। চলার পথে বাধাবিপত্তি আসবেই, উত্থান-পতন হবেই, পরাজয়ও আসবে, কিন্তু তা দেখে আশাহত হয়ে বসে থাকলে বা হাল ছেড়ে দিলে জয়লাভ করা সম্ভব হবে না। নিজের জয়লাভের ইচ্ছাকে শক্তিরূপে ব্যবহার করে জীবনযুদ্ধে জয়ী হতে হবে। কোনো কাজ কঠিন ভেবে পারব না বলে আশঙ্কা করা, বন্ধুর পথ দেখে সুউচ্চ পাহাড় দেখে চূড়ায় উঠতে ভয় পাওয়াকে জয় করতে হবে প্রবল ইচ্ছাকে কাজে লাগিয়ে। ইচ্ছাই মানুষের ভয়কে জয় করতে শেখায়, মনে সাহস দেয়, দেহে শক্তি দেয়। চলার পথে বাধাবিঘ্ন এসে যখন পথ অবরোধ করে, তখন হিতাহিত জ্ঞানশূন্য মানুষ অসহায় বোধ করে। তখন ইচ্ছার জোরেই কেবল জয় করা যায় সমস্ত প্রতিকূলতা। জয়ের আকাঙ্ক্ষা না থাকলে মানুষ কেবল নিমজ্জিত হবে নিরাশায়, অন্ধকারে, ব্যর্থতায়।
মন্তব্য: মানবজীবনকে গতিশীল রাখতে, সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে এবং নতুন কিছু জয় করতে প্রয়োজন প্রবল আকাঙ্ক্ষা ও ইচ্ছা।