আশা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. মুক্তিযুদ্ধের সময় কবি সিকানদার আবু জাফরের কোন গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় কবি সিকানদার আবু জাফরের ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।
২. নির্ভাবনায় মানুষেরা কেমন বেড়ার ঘরে ঘুমিয়ে থাকে?
উত্তর : নির্ভাবনায় মানুষেরা জীর্ণ বেড়ার ঘরে ঘুমিয়ে থাকে।
৩. কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে?
উত্তর : জীর্ণ বেড়ার ঘরে মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে।
৪. কবির প্রত্যাশিত জগতে মানুষ কীসের পাহাড় জমায় না?
উত্তর : কবির প্রত্যাশিত জগতে মানুষ সোনা-রূপার পাহাড় জমায় না।
৫. কীসের দুর্ভাবনায় আয়ু কমে?
উত্তর : বিত্ত-সুখের দুর্ভাবনায় আয়ু কমে।
৬. সারা দিন পরিশ্রমের পরও অল্পে তুষ্ট মানুষ কী খুঁজে পায় না বলে কবি জানিয়েছেন?
উত্তর : সারা দিন পরিশ্রমের পরও অল্পে তুষ্ট মানুষ একটি দিনের আহার্য সঞ্চয় খুঁজে পায় না বলে কবি জানিয়েছেন।
৭. ‘আশা’ কবিতায় উল্লিখিত মানুষ কোথায় আলো জ্বালাতে পারে?
উত্তর : ‘আশা’ কবিতায় উল্লিখিত মানুষ প্রতিবেশীর আঁধার ঘরে আলো জ্বালাতে পারে।
৮. কবি কীসের অন্তরালে হারিয়ে যেতে চায়?
উত্তর : কবি জগতের কান্না-হাসির অন্তরালে হারিয়ে যেতে চায়।
৯. ‘নিশুত’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘নিশুত’ শব্দের অর্থ – গভীর রাত।
১০. সমাজের বেশির ভাগ মানুষ কীসের লোভে দিনাতিপাত করে?
উত্তর : সমাজের বেশির ভাগ মানুষ টাকা পয়সা ও সম্পদের লোভে দিনাতিপাত করে।
১১. ‘আশা’ কবিতাটি কোন কবির লেখা?
উত্তর : ‘আশা’ কবিতাটি কবি সিকানদার আবু জাফরের লেখা।
১২. ‘আশা’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর : ‘আশা’ কবিতাটি কবির ‘মালব কৌশিক’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।