আলোক কেন্দ্র লেন্সের ভিতরে না বাইরে থাকে?

আলোক কেন্দ্র লেন্সের ভিতরে অথবা বাইরে থাকতে পারে। উভোত্তল বা উত্তল এবং উভাবতল বা অবতল লেন্সের আলোক কেন্দ্র লেন্সের ভিতরে থাকে। সমতলোত্তল বা সমাবতল লেন্সের আলোক কেন্দ্র এর বক্রতলের মেরুতে থাকে। উত্তল – অবতল বা অবতল – উত্তল লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবতল পৃষ্ঠের দিকে থাকে।

error: Content is protected !!