আম-আঁটির ভেঁপু জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকল কেন?
উত্তর : দুর্গা মায়ের ভয়ে নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকল।
২. হরিহর রায়ের জ্ঞাতি-ভ্রাতার নাম কী?
উত্তর : হরিহর রায়ের জ্ঞাতি-ভ্রাতার নাম নীলমণি রায়।
৩. ‘রোসো রোসো একটুখানি হাঁফ জিরোতে দাও।’ – উক্তিটি কার?
উত্তর : ‘রোসো রোসো একটুখানি হাঁফ জিরোতে দাও।’ – উক্তিটি সর্বজয়ার।
৪. হরিহর কার বাড়িতে গোমস্তার কাজ করে?
উত্তর : হরিহর অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে।
৫. ‘পথের পাঁচালী’ কার লেখা?
উত্তর : ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।
৬. হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল?
উত্তর : হরিহরের পুত্র ঘরের রোয়াতে বসে খেলা করছিল।
৭. হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল?
উত্তর : হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল।
৮. হরিহরের মাসিক বেতন কত?
উত্তর : হরিহরের মাসিক বেতন আট টাকা।
৯. আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?
উত্তর : আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে।
১০. ‘পিজরাপোলের আসামি’ কী?
উত্তর : ‘পিজরাপোলের আসামি’ হলো খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামি।
১১. দুর্গা অপুকে উঠানের কোন স্থান থেকে ডেকেছিল?
উত্তর : দুর্গা অপুকে উঠানোর কাঁঠালতলা থেকে ডেকেছিল।
আম-আঁটির ভেঁপু অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই।’ – সর্বজয়ার এ কথার কারণ কী? ব্যাখ্যা করো।
২. ‘তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব।’ – এ কথাটি বুঝিয়ে লেখো।
৩. ‘আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা।’ – বলতে কী বোঝানো হয়েছে?
৪. ‘ঠাকুরের হাঁড়ি দেখচি শিকেয় উঠেচে।’ – কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?