আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার কে?

ক) বন্দে আলী মিয়া
খ) শামসুর রহমান
গ) আহসান হাবীব
ঘ) আব্দুল গাফফার চৌধুরী

সঠিক উত্তর: ঘ) আব্দুল গাফফার চৌধুরী

ব্যাখ্যা: প্রথম পর্যায়ে কণ্ঠশিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে সমবেত কণ্ঠ। গীতিকার আবদুল গাফফার চৌধুরী । প্রথমে গানটির সুরারোপ করেন আবদুল গাফফার চৌধুরী। প্রথমে গানটির সুরারোপ করেন আলতাফ মাহমুদ এবং বর্তমানে তার সুরারোপেই গানটি প্রচার হচ্ছে । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঘটনার কিছুক্ষণ পরেই গানটি রচিত হয়। ১৯৫৩ সালে প্রথম গানটি গাওয়া হয়। উল্লেখ্য, প্রথমে এটি কবিতা আকারে রচনা করা হয় এবং পরবর্তীতে একে গানে রুপ দেয়া হয়।

error: Content is protected !!