আমাদের লোকশিল্প গল্পের প্রশ্ন উত্তর

আমাদের লোকশিল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১: ঢাকার মসলিন একসময় কাদের বিলাসের বস্তু ছিল?
উত্তর:
ঢাকার মসলিন একসময় তৎকালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল।

প্রশ্ন-২: মসলিনের কারিগরদের বংশধরেরা আজও কোথায় বাস করছে?
উত্তর :
মসলিনের কারিগরদের বংশধরেরা আজও ঢাকার অদূরে ডেমরায় বাস করছে।

প্রশ্ন-৩: নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত ঋতু কোনটি?
উত্তর :
নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত ঋতু বর্ষাকাল।

প্রশ্ন-৪: বাংলাদেশের সব এলাকাতে আছে কোন শিল্প?
উত্তর :
বাংলাদেশের সব এলাকাতে আছে তাঁতশিল্প।

প্রশ্ন-৫: জামদানি কারিগররা কোথায় বাস করে?
উত্তর :
জামদানি কারিগররা নারায়নগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে বাস করে।

error: Content is protected !!