- লেখাপড়ার কাজে আমরা কোনো বইয়ের যে ফটোকপি করে ব্যবহার করি তাকে কী বলে?
- মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না – বুঝিয়ে লেখো।
- বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় – বলতে কী বোঝানো হয়েছে?
আমরা জাত হিসেবে শৌখিন নই কেন?
মৌলিক চাহিদা মেটাতে ব্যস্ত বাঙালিরা তাদের শখের বিষয়ে মনোযোগ দিতে ব্যর্থ হওয়ায় আমরা জাত হিসেবে শৌখিন নই।
দুঃখ-দারিদ্র্যের দেশে বাঙালিরা স্বাভাবিকভাবে জীবনধারণ করতেই হিমশিম খাচ্ছে। ফলে তারা হয়ে উঠেছে উদরসর্বস্ব ও নীরস প্রকৃতির। শখ বা শৌখিনতা নিয়ে ভাবার সুযোগ হয়ে ওঠে না তাদের। আর এজন্যই আমরা জাত হিসেবে শৌখিন নই।