- সংগঠন কাকে বলে?
- সমাজ প্রজ্ঞামূলক শিখন বলতে কী বোঝ?
- পরিবার কাকে বলে? পরিবারের সংজ্ঞা | পরিবারের প্রকারভেদ
চাকমা সমাজে সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হলো চাকমা পরিবার। সবচেয়ে বড় সামাজিক সংগঠন হলো চাকমা সার্কেল। কতগুলো পরিবার মিলে গঠিত হয় আদাম বা পাড়া। এটি ক্ষুদ্রতম প্রশাসনিক একক। আদামের প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি আদাম নিয়ে গঠিত হয় গ্রাম বা মৌজা।