আখিরাতে বিশ্বাস মানুষকে সৎ পথে উদ্বুদ্ধ করে

আখিরাতে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে। ইহকালের আমল সম্পর্কে সতর্ক করে তোলে। কারণ আখিরাতে বিশ্বাসী মুমিন ব্যক্তি বিশ্বাস করে যে, ইহকালের মন্দকাজের জন্য পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

ফলে পরকালের শাস্তির ভয়ে সে মন্দকাজ থেকে বিরত থাকে, আর পুরস্কারের আশায় ভালো কাজে উৎসাহী হয়। এভাবে আখিরাতে বিশ্বাস মানব চরিত্রকে উন্নত করে। অর্থাৎ আখিরাতে জবাবদিহিতার ভয় এবং পুরস্কার লাভের আশা দু-ই মানুষকে সৎকাজে উদ্বুদ্ধ করে।

error: Content is protected !!