অবস্থান কাকে বলে?

অবস্থান বলতে কোনো বিন্দু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোথায় রয়েছে তা বোঝায়। যেমন আমরা স্কুল হতে বাসায় যাওয়ার পথে আমাদের অবস্থান ভিন্ন হতে পারে। আমরা যত বাসার কাছে যাব স্কুল সাপেক্ষে আমাদের অবস্থান তত দূরে হবে এবং বাড়ি সাপেক্ষে অবস্থান কাছে হবে।

error: Content is protected !!