অবরোহণ প্রক্রিয়া কাকে বলে?

সংজ্ঞাঃ ইংরেজি ‘Degradation’ বা ‘অবরোহণ’ শব্দটির আভিধানিক অর্থ হল ‘নীচে নামা’। বহির্জাত প্রক্রিয়াসমূহের মধ্যে যেসব প্রক্রিয়ার দ্বারা নগ্নীভবন বা নির্মোচনের মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা পর্যায়ক্রমিকভাবে হ্রাস পায় বা ভূমিভাগ নীচু হয়ে যায়, তাদের অবরোহণ প্রক্রিয়া বলে।

অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য

১) এই প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়।
২) এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া।
৩) অবরোহণের শেষ সীমা হল সমুদ্রপৃষ্ঠ।
৪) অবরোহণ প্রক্রিয়াসমূহকে একত্রে নগ্নীভবন প্রক্রিয়া বলে।

নিয়ন্ত্রকঃ আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন।

error: Content is protected !!