- পেশাদারদের মহাভ্রান্তি বলতে কী বোঝানো হয়েছে?
- বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় – বলতে কী বোঝানো হয়েছে?
- মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না – বুঝিয়ে লেখো।
অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়েছে?
‘বই পড়া’ প্রবন্ধে অন্তর্নিহিত শক্তি বলতে আত্মিক শক্তিকে বোঝানো হয়েছে।
মানুষের দুই রকমের শক্তি আছে। একটি হলো দৈহিক শক্তি ও অপরটি আত্মিক শক্তি। আত্মিক শক্তির মাধ্যমে মানুষ তার আত্মাকে উদবোধিত করে নিজের মন নিজেই গড়ে তোলে। আর এই আত্মিক শক্তিই যেহেতু মানুষের অন্তর্নিহিত সব প্রচ্ছন্ন শক্তিকে প্রকাশ করে, তাই একে অন্তর্নিহিত শক্তি বলা হয়।