অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা কী?

অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশির ভাগ অক্সিজেন হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে।

হিমোগ্লোবিন + অক্সিজেন →  অক্সিহিমোগ্লোবিন (অস্থায়ী যৌগ)

রক্ত কৈশিকনালিতে পৌছার পর অক্সিজেন পৃথক হয়ে লোহিত রক্তকণিকার আবরণ এবং পরে কৈশিকনালির প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে।

অক্সিহিমোগ্লোবিন →  মুক্ত অক্সিজেন + হিমোগ্লোবিন।

error: Content is protected !!