অংশীদারি আইনের ৪২ ধারায় বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন সম্পর্কে বলা হয়েছে। ব্যবসায়ের নির্দিষ্ট সময় বা কাজ শেষ হয়ে গেলে, কোনো অংশীদারের মৃত্যু হলে বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হয়। এছাড়া আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে এ ধরনের বিলোপসাধন হয়ে।