ছোট পোকামাকড় পানির উপর দিয়ে চলাচল করতে পারে কেন?

ছোট পোকামাকড় পানির উপর দিয়ে চলাচল করতে পারে কেন?

আমরা জানি, তরলের পৃষ্ঠটানের কারণে তরলের মুক্ততল টানা স্থিতিস্থাপক পর্দার মতো আচরণ করে। এজন্য হাল্কা পাতলা পোকামাকড় স্বচ্ছন্দে পানির উপর দিয়ে চলাচল করতে পারে। মনে হয় পানির উপর যেন একটি পাতলা পর্দা রয়েছে এবং এই পর্দার উপর দিয়ে পোকামাকড় চলাফেরা করছে। ভালো করে লক্ষ করলে দেখা যায় যে যেখানে পোকামাকড়ের পা বা দেহ পড়ছে সেখানে পানির তল একটু অবনমিত হচ্ছে এবং পোকামাকড় সরে গেলে পৃষ্ঠটানের কারণে আবার তল সমতল হয়ে যাচ্ছে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url