বাষ্পচাপ কাকে বলে?

বাষ্পচাপ কাকে বলে?

কোন তরল পদার্থকে একটি আবদ্ধ পাত্রে রেখে দিলে বাষ্পায়ন প্রক্রিয়ায় ক্রমশ বাষ্পীভূত হয়। বাষ্প অণুগুলি পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খায়। এতে দেয়ালে চাপ পড়ে। এ চাপকে বাষ্পচাপ বলে।

নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরলের উপরস্থ তার বায়বীয় অবস্থা তরলের পৃষ্ঠতলে সাম্যাবস্থায় লম্ভভাবে যে চাপ দেয় তাকে বাষ্প চাপ বলে।

বাষ্প চাপ কী?

আরো পড়ুনঃ 

👉  ম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?

👉  গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে?

👉  শক্তির নিত্যতার সূত্র কী?

👉  গ্যাসে গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখ।

👉  সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url