বায়ুমন্ডলের অবস্থা কেমন হলে এর তাপমাত্রা ও শিশিরাঙ্ক সমান হয়?

বায়ুমন্ডলের অবস্থা কেমন হলে এর তাপমাত্রা ও শিশিরাঙ্ক সমান হয়?

সাধারণত বায়ুতে সব সময়ই কিছু জলীয় বাষ্প থাকে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সীমাবদ্ধ। তাপমাত্রা কমতে থাকলে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প দ্বারা বায়ু সংম্পৃক্ত হতে থাকে। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, সে তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। যদি বায়ুমন্ডলে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ুমন্ডল সম্পৃক্ত থাকে, তাহলে বায়ুমন্ডলের তাপমাত্রা ও শিশিরাঙ্ক একই হবে।

অর্থাৎ যদি কখনও বায়ুমন্ডলের তাপমাত্রা ও শিশিরাঙ্ক সমান হয় তাহলে আমরা বুঝি যে, বায়ুমন্ডলে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত অবস্থায় আছে।

আরো পড়ুনঃ 

👉  আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?

👉  একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজারে বেশি অস্বস্তিবোধ হয় কেন?

👉  বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?

👉  বায়ুমন্ডলের অবস্থা কেমন হলে এর তাপমাত্রা ও শিশিরাঙ্ক সমান হয়?

👉  অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?

👉  বাষ্পচাপ কাকে বলে?

👉  গড় মুক্ত পথ কাকে বলে?

👉  গ্যাসে গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখ।

👉  সংসক্তি বা সংযুক্তি বল কাকে বলে?

👉  পরম আর্দ্রতা কাকে বলে?

👉  বাষ্পায়ন কি?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url