বিকারে তাপ দেওয়ার কৌশল ব্যাখ্যা কর।

বিকারে তাপ দেওয়ার কৌশল ব্যাখ্যা কর।

বিকারে তাপ প্রয়োগ করে অনেক ক্ষেত্রে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করা হয়। তাছাড়া, বিকার কোন লোহার তৈরি পাটাতনে স্থাপিত তারজালির উপর স্থাপন করে নিচে বার্নার এমনভাবে স্থাপন করতে হবে যেন তাপের নীল শিখা তারজালি হয়ে এর গায়ে লাগে। বার্নারে তাপ অতি সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে যেন তরল ফুটে এর মুখে দিয়ে বাইরে না পড়ে। সাবধানতার সাথে কাচের বিকারে তাপ দিতে হবে। বিক্রিয়া সম্পন্ন হওয়ার  পর যতক্ষণ ঠাণ্ডা না হয় ততক্ষণ হাত দিয়ে না ধরে সতর্কতার সাথে নামাতে হবে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url