মেজারিং সিলিন্ডারে নির্ভুল পরিমাপের জন্য করণীয় কী?

মেজারিং সিলিন্ডারে নির্ভুল পরিমাপের জন্য করণীয় কী?

মেজারিং সিলিন্ডারের সাহায্যে তরল পদার্থের তরল পদার্থের পরিমাণ করা হয় নির্ভুল পরিমাপের ক্ষেত্রে রঙিন তরলের (ব্রোমিন) উপরের তলের পাঠ এবং স্বচ্ছ তরলের ক্ষেত্রে নিচের তরলের পাঠ নেয়া হয়। এ নিয়মের ব্যতিক্রম ঘটলে তরলের পরিমাপে ভুল আসতে পারে। তাছাড়া তরল নেয়ার সময় ফানেল ব্যবহার করতে হবে যাতে সিলিন্ডারের গায়ে লেগে থাকা তরল পাঠে তারতম্য ঘটাতে না পারে।

মেজারিং সিলিন্ডারের ব্যবহার

মেজারিং সিলিন্ডার দিয়ে তরল পদার্থসমূহের আয়তন বের করা যায়। এর গায়ে বিভিন্ন আয়তনের দাগ কাটা থাকে। তরলকে এখানে নিয়ে তরলের লেবেলের সাথে চোখ একই সমতলে নিয়ে তরলের নিম্ন তলের পাঠ নিতে হবে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url