শিক্ষা কাকে বলে?

শিক্ষা কাকে বলে?

শিক্ষার ইংরেজি প্রতিশব্দ education এসেছে ল্যাটিন শব্দ educare বা educatum থেকে। যার অর্থ to lead out অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।

বাংলা শিক্ষা শব্দটি এসেছে 'শাস' ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা।

সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন।

সক্রেটিসের ভাষায় শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।

এরিস্টটন বলেন, 'সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা।

রবীন্দ্রনাথের ভাষায়, শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।

কৌটিল্যের মতে, শিক্ষা হল শিশুকে দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কৌশল।

শঙ্করাচার্যের মতে, আত্মজ্ঞান লাভই হলো শিক্ষা।

শিক্ষার উদ্দেশ্য

অ্যারিস্টটলের মতে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হল ধর্মীয় অনুশাসন অনুমোদিত পবিত্র কার্যক্রমের মাধ্যমে সুখ লাভ করা।

সক্রেটিসের মতে, শিক্ষার উদ্দেশ্য হল মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার।

প্লেটোর মতে, শরীর ও আত্মার পরিপূর্ণ বিকাশ ও উন্নতির জন্য যা কিছু প্রয়োজন, তা সবই শিক্ষার উদ্দেশ্যে অন্তর্ভূক্ত।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url