নেতিবাচক শিক্ষা কাকে বলে?

নেতিবাচক শিক্ষা কাকে বলে?

নেতিবাচক শিক্ষা হল প্রচলিত ধারার শিক্ষার বিপরীত। নেতিবাচক শিক্ষায় শিশুদেরকে আগে শারীরিক ও মানসিকভাবে ইতিবাচক শিক্ষার জন্য প্রস্তুত করা হয়। শিশুদের শরীর ও মন যখন বিকশিত হয়ে যায় তখন তারা ইতিবাচক শিক্ষা গ্রহণ করে।

নেতিবাচক শিক্ষা কাজের মধ্য দিয়ে শেখানো হয়। এ ব্যবস্থায় তাত্ত্বিকভাবে কিছু শিখানো হয় না। 

বিখ্যাত ফরাসি দার্শনিক রুশো নেতিবাচক শিক্ষা প্রসঙ্গে বলেন,

“যে শিক্ষা প্রত্যক্ষ ভাবে জ্ঞান প্রদানের পূর্বে শিশুর অঙ্গ-প্রত্যঙ্গ পরিস্ফুট করতে চেষ্টা করে। অর্থাৎ শিশু তাত্ত্বিক জ্ঞান প্রথমে লাভ না করলেও তা আহরণ করার জন্য উপযোগী হবে।এই শিক্ষা কালে সরাসরি সদ গুণ অর্জন না করলেও মন্দ গুণ থেকে দূরে থাকবে এই শিক্ষা শিশুর মনে সত্য সঞ্চার করেনা বটে মিথ্যা থেকে দূরে রাখে”।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url