গলনাঙ্কের উপর চাপের প্রভাব

গলনাঙ্কের উপর চাপের প্রভাব

যে সব পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হলে আয়তনে বৃদ্ধি পায় সে সব পদার্থের চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক বৃদ্ধি পায়। যেমনঃ মোম ও সালফার। যে সব পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হলে আয়তনে হ্রাস পায় সে সব পদার্থের চাপ বৃদ্ধিতে গলনাঙ্ক হ্রাস পায়। যেমনঃ বরফ, লোহা ও বিসমাথ।

আরো পড়ুনঃ

👉  গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন?

👉  গ্যাস কি এবং গ্যাসের বৈশিষ্ট্য

👉  বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত?

👉  মোলার আপেক্ষিক তাপ কি?

👉  আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url