গ্যাস কি এবং গ্যাসের বৈশিষ্ট্য

 গ্যাস

সাধারণ তাপমাত্রা ও চাপে পদার্থের ভৌত অবস্থা ক্ষুদ্রতম কণার (অণু,, পরমাণু ও আয়ন) প্রকৃতির উপর নির্ভর করে। গ্যাসীয় অবস্থায় পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি প্রায় শূন্যের কাছাকাছি থাকে। ফলে অণুগুলো গতি শক্তির কারণে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এ কারণে গ্যাস কোনো পাত্রে রাখলে গ্যাসের পরিমাণ যাই হোক না কেন, পুরো পাত্র জুড়ে অবস্থান করে। গ্যাসের অণুগুলো মুক্তভাবে চলাফেরা করতে পারে বলেই পদার্থের অন্যান্য অবস্থা থেকে গ্যাসের কতগুলো আলাদা বিশেষত্ব আছে। যেমন- 

গ্যাসের বৈশিষ্ট্য

  • গঠনঃ গ্যাস পদার্থের একটি সমসত্ব ভৌত অবস্থা। এটি অসংখ্য স্থিতিস্থাপক, গোলাকার ও অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত।
  • মিশ্রণ ক্ষমতাঃ একাধিক গ্যাস পরস্পর যে কোনো অনুপাতে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে।
  • চাপঃ গ্যাসীয় অবস্থায় পদার্থের নির্দিষ্ট কোনো চাপ নেই। গ্যাস ধারণকারী পাত্রের আয়তন এবং তাপমাত্রা পরিবর্তনের সাথে গ্যাসের চাপ পরিবর্তিত হয়।
  • আকৃতি ও আয়তনের অনির্দিষ্টতাঃ গ্যাসের নির্দিষ্ট কোনো আকৃতি ও আয়তন নেই। যে পাত্রে রাখা হয় গ্যাস সে পাত্রের আকৃতি ধারণ করে।
  • আপেক্ষিক আয়তনঃ গ্যাসীয় পদার্থের আপেক্ষিক আয়তন তরল ও কঠিন পদার্থের চেয়ে অনেক বেশি। 
  • আন্তঃআণবিক আকর্ষণ বল ও ফাঁকা স্থানঃ গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থান খুব বেশি এবং আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে।
  • সঙ্কোচন ও প্রসারণ যোগ্যতাঃ তরল ও কঠিন পদার্থের চেয়ে গ্যাসীয় পদার্থ অনেক বেশি সংকোচনশীল ও প্রসারণযোগ্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url