দ্রাব্যতা কি?

দ্রাব্যতা কি?

সাম্যাবস্থায় একটি দ্রাবকে যে সর্বাধিক পরিমাণ দ্রব দ্রবীভূত করা যায়, তাকে দ্রাব্যতা বলে।

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যত গ্রাম দ্রব 100 g দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই ভর প্রকাশক সংখ্যাকে ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা বলে।

দ্রাব্যতা পদার্থের একটি ভৌত ধর্ম। 

কোন পদার্থের দ্রাব্যতা প্রকৃতপক্ষে ব্যবহৃত দ্রাবক, তাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে।


দ্রাব্যতার নির্ভরশীলতা

দ্রাব্যতা চারটি বিষয়ের উপর নির্ভর করে। 

সেগুলো হলো -

  • দ্রবের প্রকৃতি,
  • দ্রাবকের প্রকৃতি,
  • চাপ এবং 
  • তাপমাত্রা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url